ভারতের পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, কার্যকর ১ আগস্ট থেকে

প্রকাশ :

সংশোধিত :

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "ভারত আমাদের বন্ধু হলেও বাণিজ্যে তারা কঠিন প্রতিদ্বন্দ্বী। তারা বিশ্বের সবচেয়ে কঠোর শুল্ক ও অশুল্ক বাধা তৈরি করে রেখেছে।"

তিনি আরও বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের মতো রাশিয়ার জ্বালানি খাতেও অন্যতম বড় ক্রেতা। এ অবস্থাকে তিনি ‘ভালো লক্ষণ নয়’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষায়, ১ আগস্ট থেকে ভারত "অনির্দিষ্ট এক দণ্ডের" মুখোমুখি হবে, যদিও এর বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ খবর